পৃথা মন্ডল : তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্র ও তার বড়ো ছেলে স্বরূপ মিত্রের উপর নির্যাতনের অভিযোগ আনলেন মদন মিত্রের বড়ো পুত্রবধূ স্বাতী রায়। তার অভিযোগ দিনের পর দিন তার স্বামী মদ্যপ অবস্থায় তাকে মারধর করেন, শশুর – শাশুড়ি প্রথমে অশান্তি থামানোর চেষ্টা করলেও পরে যখন স্বাতী তার স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চায়, এই অত্যাচারের বিচার চায় তখন শুরু হয় আরো নির্যাতন।
আরো পড়ুন সমাজ সেবায় তৃনমূল প্রার্থী পিয়ালী সরকার
একসময় স্বাতীকে তার শশুর বাড়ি ছেড়ে মায়ের কাছে চলে আসতে হলেও সবকিছু ঠিক হয় নি তাকে তার বাড়িতে এসেও তার পরিবারের সবাইকে থ্রেড করা হয়। পরবর্তীকালে স্বাতী তার দিদির শশুর বাড়িতে থাকাকালীন ও তাকে হুমকি দেওয়া হয় এবং তার পরিবার আত্মীয়দেরও হুমকি দেওয়া হয়। এমনকি কয়েকবার স্বামীর হাতে নির্যাতন হওয়ার পরে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে, তিনি এও বলেন এই কারনের জন্য স্বাতী একবার আত্মহত্যাও করতে গিয়েছিল এবং এই সমস্ত প্রমাণ তার কাছে আছে প্রয়োজনে সে তা ফাঁস করবে বলেও জানিয়েছে।
আরো পড়ুন Municipal Election 2022: হাইকোর্টের পরামর্শকেই মান্যতা? ২২ জানুয়ারি সম্ভবত হচ্ছে না পুরভোট: সূত্র
কয়েক ঘন্টা আগে মদন মিত্রের বড়ো পুত্রবধূ তার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন সেখানেই তিনি সবকিছু উল্লেখ করেছেন। আর সে একথাও বলেছেন সে ভালো ভাবে সুস্থ ভাবে বাঁচতে চায়। যদিও এই সমস্ত কিছু ব্যাপারে মদন মিত্র জানিয়েছেন তিনি তেমন কিছু জানেন না, তবে এটা স্বীকার করেছেন যে, বছর দুয়েক আগে তার পুত্রবধূ স্বাতী রায় শশুর বাড়ি ছেড়ে চলে গিয়েছে।
দেখুন সেই ভিডিও
Discussion about this post