নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ফেসবুক থেকে আগামী ৩০ জুন পর্যন্ত অবসর নিলেন ‘ ও লাভলি’ উক্তির জনক তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ( Madan Mitra )। বৃহস্পতিবার রাতে ফেসবুক লাউভ করে নিজের এই সিদ্ধান্ত জানালেন মদন মিত্র ( Madan Mitra ) ।
আরো পড়ুন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে BANGLAR GORBO AWARD 2022 (season3)
ফেসবুকে লাইভে তিনি বললেন, একটা জায়গা থেকে নির্দেশ এসেছে ফেসবুক ছেড়ে দেবার জন্য। বেশি ফেসবুক করলে ফেসলুকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। বিধায়ক মদন মিত্রের দাবি, তিনি ফেসবুক করেন তৃণমূলের দয়ায়। দল যা নির্দেশ দেবে, তা মেনে চলবো। তবে দলের হয়ে প্রচার কিংবা কোনও অনুষ্ঠান অথবা দলের হয়ে আন্দোলনে সামিল হওয়া, এসব অবশ্যই প্রচার করা যাবে বলে এদিন সাফ জানিয়ে দিলেন কামারহাটির বিধায়ক Madan Mitra ।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
আরো পড়ুন Digha : দিঘা ভ্রমণের বড় আকর্ষণই মাটি!
আরো পড়ুন ভ্যাকসিনের ডবল ডোজ সার্টিফিকেট দেখলেই ২৫ শতাংশ কর ছাড়
আরো পড়ুন অভিনব প্রয়াস বর্ধমানের দম্পতির , Google meet এ বিয়ে , খাবার পৌঁছে দেবে Zomato
Discussion about this post