সুরভিতা রায়: মহেশতলার সম্প্রীতি উড়ালপুলের উপর দিয়ে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে প্রাণ হারালেন এক যুবক। বাইকের আরেক সওয়ারিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ভরতি করা হয় বিদ্যাসাগর হাসপাতালে। পরে তাঁকে এসএসকেএম (SSKM)হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মহেশতলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুই বন্ধু R15 বাইক নিয়ে দ্রুতগতিতে বজবজের দিক থেকে তারাতলার দিকে সম্প্রীতি ফ্লাইওভারের (Flyover) উপর দিয়ে যাচ্ছিলেন। ডাকঘরের কাছে সম্প্রীতি উড়ালপুলের উপরে থাকা গর্তে মোটর সাইকেলের সামনের চাকাটি পড়ে। তাতে নিয়ন্ত্রণ হারালে চালক ব্রেক কষলে পিছনে বসে থাকা যুবক ফ্লাইওভারের উপর থেকে নিচে পড়ে যান। পাশাপাশি নিজেও ফ্লাইওভারের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
ফ্লাইওভারের নিচে পড়ে যাওয়া যুবককে রক্তাক্ত অবস্থায় মহেশতলা থানার পুলিশ বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, ফ্লাইওভারের উপরে থাকা বাইক চালক পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতনের বাসিন্দা সন্তু বেরা।
আরো পড়ুন Online Drawing Competition 2022 : 24×7 NEWS BENGAL অনলাইন আঁকা প্রতিযোগিতা
এর আগেও একাধিক দুর্ঘটনার (Accident)সাক্ষী থেকেছে সম্প্রীতি উড়ালপুল। গত বছরের ২৪ ডিসেম্বর দুপুরে জিঞ্জিরা বাজার-বাটা মোড় সংযোগকারী এই উড়ালপুল ধরে বিয়েবাড়ি যাচ্ছিলেন একবালপুরের বাসিন্দা মহম্মদ ফিরোজ। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী নাগমা খাতুন ও তাঁদের সন্তান ফারদিন। উলটোদিক থেকে আসছিল একটি বাস। রামপুর এলাকায় বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়েন মহম্মদ ফিরোজ, তাঁর স্ত্রী ও সন্তান। হাসপাতালে নিয়ে যাওয়া হলেই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। এই উড়ালপুলের নিরাপত্তা নিয়ে বারবারই প্রশ্ন উঠে গিয়েছে। এদিনের দুর্ঘটনা ফের সেই প্রশ্নই উসকে দিল।
Discussion about this post