সুরভিতা রায়: বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা ও।গত রবিবার ৭ ই মে মহেশতলা ক্লাব অ্যান্ড লাইবেরি তরফে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। সাধারণ মানুষের কল্যাণে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা এই ক্লাবের। নানা রকম সমাজ সেবা মূলক কাজের মধ্যে দিয়ে এলাকার মানুষের পাশে থাকছে এই ক্লাব।
শুধু মাত্র সমাজ সেবা নয় এলাকার বাচ্চাদের সুস্থ মানসিক গঠনের জন্য আয়োজন থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও।ওই দিন এলাকা বাসী এবং ক্লাবের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর সুমনা মুখার্জি , উপস্থিত ছিলেন ক্লাবের জেনারেল সেক্রেটারি শুভজিৎ মুখার্জি এবং প্রেসিডেন্ট অভিজিৎ মুখার্জি।সাধারণ মানুষের অপ্রত্যাশিত সাড়া নিয়ে ক্রমশই সাফল্যের পথে এগিয়ে চলেছে এই ক্লাব।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post