কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: আর কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে খুশির ঈদ। তার আগে গত একমাস ধরে পালন হচ্ছে রোজা। নিয়ম অনুযায়ী এই গরমে ভোর থেকে সন্ধে অবধি সারাদিন একফোঁটাও জল না খেয়ে উপোস থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। রোজাদারদের কথা মাথায় রেখে জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা এবং বিশিষ্ট সমাজসেবী অসীম পালের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল ইফতার-এ মজলিস।
আরো পড়ুন Diamond Harbour football Club: আসন্ন মরশুম থেকেই প্রথম ডিভিশনে খেলবে অভিষেকের ডায়মন্ড হারবার ক্লাব
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা এবং বিশিষ্ট সমাজসেবী অসীম পালের উদ্যোগে আয়োজিত হল ইফতার-এ-মজলিস ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের। অনুষ্ঠান টি আয়োজিত হয় রায়না-২ ব্লকের কামারহাটী, দমদম ফুটবল ময়দানে। ইফতার মজলিস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীর প্রধান কৃষি উপদেষ্টা তথা দুর্গাপুর (পূর্ব ) বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার মজুমদার, বর্ধমান জেলা সভাপতি রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাসিস সেন, এস ডি পি ও (সদর সাউথ ) সুপ্রভাত চক্রবর্তী, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, মাধবডিহি থানার অফিসার ইনচার্জ সুব্রত বেরা, উপস্থিত ইমাম সাহেবরা সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা।
ইফতার শেষে সকলে নামাজ পরেন সকল রোজা দারেরা। পরে সকলকে বস্ত্র তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে।
এইদিনের মঞ্চে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী অসীম পাল। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে বরণ করে নেওয়া হয়। ১২০০ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বলে জানান জেলা সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা।
Discussion about this post