সুরশ্রী রায় চৌধুরী: দার্জিলিংয়ে পঞ্চায়েত নির্বাচন করাতে চান মুখ্যমন্ত্রী। তাই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৭ মার্চ ৫ দিনের জন্য উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিলিংয়েও যাবেন মুখ্যমন্ত্রী। সফরে এনিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
আরো পড়ুন Biswa Bangla Logo: স্কুলের জামায় ‘বিশ্ব বাংলা’ লোগো ব্যবহার নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা
দার্জিলিংয়ের পুরসভা নির্বাচনে এবার জয়ী হয়েছে হামরো পার্টি। তাদের স্বাগত জানানো ও পুরবোর্ডে গঠন, পাশাপাশি মুখ্যমন্ত্রী চান জিটিএ-র নির্বাচন করাতে। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তিনি জিটিএর নির্বাচন করাতে চান। এর পাশাপাশি তিনি দার্জিলিংয়ে পঞ্চায়েত নির্বাচনও করাতে চান বলে জানিয়েছিলেন। কারণ পঞ্চায়েতের বহু প্রকল্প রয়েছে। পঞ্চায়েত ভোট না হওয়ার কারণ সেখানকার মানুষ সেইসব সুযোগ পাচ্ছেন না।
আরো পড়ুন কুপনের টোপ দিয়ে শাড়ি বিক্রি করার নামে প্রতারণার অভিযোগ
নবান্ন সূত্রে খবর, ২৭ মার্চ কলকাতা থেকে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই দিনেই সম্ভবত দার্জিলিং যেতে পারেন। দার্জিলিংয়ের কাজ মিটিয়ে তিনি ফিরবেন উত্তরকন্য়ায়। ৩১ মার্চ মুখ্যমন্ত্রী থাকবেন উত্তরকন্য়ায়। ১ এপ্রিল তিনি কলকাতায় ফিরবেন। এই পাঁচ দিনের সফরের অধিকাংশটা জুড়েই থাকবে দার্জিলিংয়ের উন্নয়ণের বিষয়টি। উত্তরবঙ্গের জন্য রাজ্যে একাধিক প্রকল্প রয়েছে। সেইসব প্রকল্প কীভাবে সেখানে কার্যকর করা যায় তা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা হতে পারে।
Discussion about this post