নিজস্ব প্রতিনিধি, কলকাতা :- বাংলায় কর্মদিবস নষ্ট হয় না। বাণিজ্য সম্মেলনে এমনটাই দাবি শিল্পপতিদের বিনিয়োগে আহবান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । নিউটাউনে বুধবার থেকে শুরু হয়েছে দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ব্রিটেন, আমেরিকা, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। উপস্থিত ছিলেন শিল্পপতি গৌতম আদানি থেকে শুরু করে সঞ্জিব গোয়েঙ্কা, সজ্জন জিন্দাল, হর্ষ নেটিয়া প্রমুখ।
আরো পড়ুন খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন প্রযোজক অরিত্র ও বিমান সেবিকা পূজা
সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, বাম জমানায় প্রতিবছর কর্মদিবস নষ্ট হতো। কিন্তু এখন রাজ্যে কর্মদিবস নষ্ট হয় না।
আরো পড়ুন হালিশহরে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর, অভিযোগের তির বিজেপির দিকে
সন্মলেনের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, শিল্পের জন্য বাংলার নিজস্ব জমি আছে। দুশোর বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে। তাজপুর বন্দরের দিকে তাকিয়ে আছি। ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া জঙ্গল মহল সুন্দরী কর্মনগরীতে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। দেউচা পঁচামিতে কয়লা খনি প্রকল্প চালু হয়েছে। বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামীদিনে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে বাংলায়।
Discussion about this post