নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- ঈদ উপলক্ষে বর্ধমান পৌরসভার ১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমানের উদ্যোগে শনিবার পূর্ব বর্ধমান শহরে পা রাখলেন চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী। মঞ্চে উঠে প্রদীপ প্রজ্জলন করে খুশির ঈদ উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এছাড়াও ওয়ার্ডের অন্যান্য কাউন্সিলররা। মঞ্চে উঠে অভিনেত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ান। সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এরপরেই মঞ্চ থেকে নেমে হুড খোলা গাড়িতে অভিনেত্রী গোটা বর্ধমান শহরে রোড শো করেন ।
মঞ্চ থেকে তিনি বলেন, “বর্ধমান শহরবাসী প্রত্যেকটি মানুষকে আমার ঈদের শুভেচ্ছা। প্রতি বছরের মতো এ বছরও সবাই ঈদ উৎসবে মেতে উঠুন এবং আনন্দ উপভোগ করুন। প্রচন্ড গরম সকলে সাবধানে থাকুন, সুস্থ থাকুন”।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post