দেবশ্রী মুখার্জী : গত ২১শে এপ্রিল ২০২২ আন্ত:রাষ্ট্রীয় মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ সংগঠনের প্রচেষ্টায় দূর্বার মহিলা সমন্বয় সংগঠন এবং কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট সেবা সমিতির বিশেষ সহযোগিতায় সামাজিক দায়বদ্ধতায় কন্যাদায়গ্রস্ত দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া এরূপ চারটি পরিবারের বিবাহযোগ্য কন্যার গণবিবাহের আয়োজন করা হয়।
অন্ত: রাষ্ট্রীয় মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ সংগঠনের রাষ্ট্রীয় মহাসচিব শ্রী অরূপ মুখার্জীর বিশেষ উদ্যোগে শ্রী অজয় সিং, রাজ মুখার্জী ,তন্নি, বিনীতা, মেঘা ও অন্যান্যদের সহযোগিতায় কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান গান, নাচের মধ্যে দিয়ে উপস্থিত অতিথিবৃন্দ দের উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়ে এবং বিশেষ ক্ষেত্রে নারীদের বিশেষ সম্মান প্রদান করে গণবিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। নবদম্পতিকে আশীর্বাদ স্বরূপ খাট, আলমারি ইত্যাদি উপহার দেওয়া হয়।
আরো পড়ুন Deb Barua: সমকামিতা কোনো অপরাধ নয়, নিজের সত্ত্বাকে বাঁচিয়ে রাখার লড়াই- দেব বড়ুয়া
এইরূপ সমাজসেবামূলক প্রয়াসে অরূপ মুখার্জির পাশে দাঁড়াতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, আইপিএস টি.কে. দাস, কাউন্সিলর সুব্রত মুখার্জি, অ্যাডিশনাল এস.পি সি.আই.ডি শান্তি দাস, চিত্রশিল্পী দেবাশীষ মল্লিক চৌধুরী, অমিত বসু রায় চৌধুরী, রাজা সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালিকা মোনালিসা হালদার। উপস্থিত সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা অরূপ মুখার্জীর এরূপ প্রায়স কে সাধুবাদ জানায়।
Discussion about this post