নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- মৃত্যু ভয়-কে দূরে সরিয়ে রেখে, অকুতোভয়ে বিষাক্ত সাপকে পাকড়াও করা যেন নিত্য ব্যাপার। সাহস ও দক্ষতার জেরে বর্ধমান রেঞ্জের বনকর্মী হারাধন বৈরাগ্য এখন খুব পরিচিত নাম হয়ে উঠেছে। অরণ্যসাথী পদে কর্মরত হারাধন বাবু বর্ধমান বনবিভাগের কর্মী। মূলত বর্ধমান শহর বা তার আশেপাশের এলাকায় বিষাক্ত সাপ ধরতেই তার ডাক আসে, আর সেই ডাকেই ছুটে গিয়ে বিষাক্ত জ্যান্ত সাপকে উদ্ধার করাই তার প্রধান কাজ। প্রথমে অস্থায়ী কর্মী হিসেবে বনবিভাগে যোগদান করলেও বর্তমানে সে স্থায়ী কর্মী। গোখরো, চন্দ্রবোরা, কেউটে,শাখামুটি সহ সমস্ত বিষাক্ত সাপ ধরতে তিনি দক্ষ।
জানা গেছে প্রতিমাসে ২৫-৩০টি সাপ ধরার ডাক পরে। বন্য প্রাণী হত্যা নিষিদ্ধ হওয়ার পর সাপ মারার প্রবণতা অনেক কমেছে।তাই সাপের দেখা মিললে মানুষজন বন দপ্তরে খবর দেয়।আর সেই খবর পেলেই হাজির হয়ে যান হারাধন বাবু ও তার দুজন সঙ্গী। বনকর্মী হারাধন বাবু জানান, সাপ ধরার কাজ ভীষন সতর্কতার সঙ্গে করতে হয়।সামান্য ভুলে জীবনহানি ঘটতে পারে। রবিবার খণ্ডঘোষ এর বাদুলিয়া এলাকায় একটি রাইস মিলে দেখা মেলে কেউটে সাপের। মিল কর্তৃপক্ষ খবর দেন বনদপ্তরে। খবর পেতেই ছুটে আসেন হারাধন বাবু ও তার এক বনকর্মী।ক্যাচার হাতে সাহসিকতার সঙ্গে উদ্ধার করেন জান্ত কেউটে।জানা গেছে সেগুলি বর্ধমান রেঞ্জের অধীনে কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।রাইস মিলের ভিতর থেকে সাপ উদ্ধার হওয়ায় হাঁফ ছেড়ে বেচেঁছেন মিল কর্তৃপক্ষ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post