পৃথা মন্ডল: 24×7 news Bengal মাতৃ শক্তি শারদ সম্মান ২০২২ এই বছর ৮ বছরে পূর্ণ হল আশা রাখছি গত আট বছর আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতায় আমরা মাতৃশক্তির শারদ সম্মানের হাত ধরে আপনাদের কাছে পৌঁছেছি। আগামী দিনগুলোতেও ঠিক একই ভাবে সৎ ও নিষ্ঠা ভাবে আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় আমরা এগিয়ে যাব আশা রাখছি। করোনার মতো মহামারী এবং নানা বাধা বিঘ্ন পেরিয়ে মাতৃশক্তি শারদ সম্মান আজ এক এবং অনন্য। হয়তো কিছু সময়ের জন্য কিছু অসাধু ব্যক্তি মাতৃশক্তি নামটায় কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা মাতৃশক্তি টিম এবং আপনাদের সকলের সহযোগিতায় মাতৃশক্তিকে অনন্য রাখতে পেরেছি এবং আগামী দিনেও এরকম ভাবেই স্বচ্ছ রাখবো।
মাতৃ শক্তি শারদ সম্মান ২০২২ এই বছরে আমাদের সাথে প্রায় তিনশোর বেশি পুজো যুক্ত হয়েছে। শুধুমাত্র শহরতলী নয় জেলায় জেলায়ও আমাদের মাতৃশক্তি পৌঁছে গিয়েছিল। আমরা এই ৩০০ পুজো থেকে তিনটি রাউন্ডে প্রতিযোগিতার পর বেছে নিয়েছি মোট 12 টি বিভাগকে। এছাড়াও বিচারকের পছন্দ ছিল বেশ কয়েকটি পুজো প্যান্ডেল ও।
1. মাতৃশক্তির এই বছরের সেরার সেরা পেয়েছে টালা প্রত্যয়। তাদের এই বছরের থিম ছিল ঋতি The Motion। সময়ের সাথে সাথে সবকিছুই চলমান আর যা কিছু চালনা সবটা আমাদের মানব জাতির হাত ধরেই হয়ে থাকে তাদের থিমের মূল বক্তব্য ছিল এটাই।
2. সেরা প্রতিমায় পুরস্কৃত হয়েছে চোরবাগান সার্বজনীন। তাদের এই বছরের থিম ছিল অন্তরশক্তি কাঁচের ভেঙে যাওয়া টুকরো ব্যবহার করে তাদের প্যান্ডেল আর সেখানে রানী রূপে বিরাজ করছেন দেবী দুর্গা। যা মন কেড়েছে সকলের।
3. সেরা আলোক সজ্জায় বেলেঘাটা 33 পল্লী এই বছরের তাদের থিম ছিল চুপ কথা। আমরা অনেক সময় অনেক অন্যায় দেখে চুপ থাকি পরিস্থিতি বুঝে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না এই নিয়েই ছিল তাদের থিম।
4. সেরা মন্ডপ হিসেবে এবারের পুরস্কৃত হয়েছে হরিদেবপুর আদর্শ সমিতি মহেঞ্জোদারো সভ্যতাকে তুলে ধরেছেন তারা তাদের থিমের মাধ্যমে তাই তাদের থিমের নাম মহেঞ্জোদারো।
5. সেরা পরিবেশ সচেতনতায় পুরস্কৃত হয়েছে রাজডাঙ্গা নব উদয় সংঘ তাদের এই বছরের থিম অশনি সংকেত। দৈনন্দিন জীবনে আমরা মানব জাতি প্লাস্টিকের উপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছি এবং সেই প্লাস্টিকে যে আমাদের জীবনে কতটা ক্ষতিকর সেটা আমরা চিন্তাও করি না। এই প্লাস্টিক পরিবেশ পরিবেশ থেকে বর্জন করার বার্তা দিয়ে তাদের এইবারের ভাবনা অশনি সংকেত। যেখানে মা দুর্গার পায়ের তলায় অসুরকে প্লাস্টিক আকারে দেখানো হয়েছে। যা পরবর্তীকালে সংরক্ষিত করা হবে।
6. সেরা ভাবনায় বেহালা বুড়ো শিবতলা তাদের এই বছরের ভাবনা আপনার দৃষ্টি আমাদের সৃষ্টি যেখানে তারা সব শ্রেণীর শিল্পীদের শ্রদ্ধা জানিয়েছেন। সাথে নিউজ চ্যানেল এবং শারদ সম্মানদের ও সম্মান জানিয়েছেন।
7. কম বাজেটে সেরা পুজো এবারে পল্লী উন্নয়ন সমিতি সেরা তাদের এবারের থিম ছিল পত্রপাঠ। কম বাজেটে সুক্ষ এবং সুন্দর কাজ করে তারা জিতে নিয়েছে এই সম্মান।
8. উদ্ভাবনায় সেরা কাশি বোস লেন সর্বজনীন। তাদের এই বছরের থিম মা। বিভিন্ন রকমের মাটি দিয়ে তাদের কাজ আর মায়ের সুন্দর রূপ শোভা বাড়িয়েছে তাদের পুজোর।
9. সেরা সৃজনশীল চিন্তায় লালা বাগান সর্বজনীন।
10. নিরাপত্তায় সেরা দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি তাদের এই বছরের থিম ছিল তাপাতঙ্ক।
11. সামাজিক কাজে সেরা বিবেকানন্দ মিলন সংঘ ক্লাব। তাদের সারা বছর মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কাজের দরুন তারা এই পুরস্কারের প্রাপ্তি পেয়েছে।
12. সেরা আবাসনে এ বছর এসবিপিএস ওয়াটার ভিউ রেসিডেন্ট।
এছাড়াও বিচারকের পছন্দ ছিল আরো নানা পুজো।
নলিন সরকার স্ট্রীট,
শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি,
শ্যামাপল্লী শ্যামা সংঘ,
জে কে গার্ডেন অ্যাসোসিয়েশন অফ এপার্টমেন্ট ওনার্স,
ট্যাংরা যুবক সংঘ,
ফুলবাগান আঞ্চলিক সর্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা কমিটি,
জাগরী,
পাতিপুকুর সরকারি আবাসন শারদ উৎসব,
এজি ব্লক দুর্গোৎসব।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post