নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- আগামী ২৬ জুন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন। তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত নিহতের পর ওয়ার্ডটি শূন্য ছিল। শুক্রবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন মীনাক্ষী দত্ত। তিনি প্রয়াত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী। মনোনয়ন জমা দিয়ে মীনাক্ষী দত্ত বললেন, অনুপমের মতোই তাকে দল তাকে কাজ করার সুযোগ দিয়েছে।
ভোটে জিতে অনুপমের অসম্পূর্ন কাজ সম্পন্ন করার চেষ্টা করবো। পানিহাটির বিধায়ক নির্মল দত্ত বলেন, মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী মীনাক্ষী বিপুল ভোটে জয়লাভ করবে। প্রসঙ্গত, ১৩ মার্চ সন্ধেতে আগরপাড়া নর্থ স্টেশন রোডে দুষ্কৃতীদের গুলিতে খুন হন পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত।
আরো পড়ুন Sex Worker: দীর্ঘ লড়াইয়ের পর আইনি স্বীকৃতি পেলেন যৌনকর্মীরা
Discussion about this post