পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ, আসাম : গত ১১ জানুয়ারী করিমগঞ্জ রেডক্রস রোডের শ্যামাপ্রসাদ ভবনে দুপুর ১২টার সময় অনুষ্ঠিত হয়। সভা পৌরোহিত্য করেন করিমগঞ্জ জেলা ওবিসি মোর্চার সভাপতি গোপী মোহন নাথ। উপস্থিত ছিলেন শিলচর থেকে আগত ওবিসি মোর্চার জেলা প্রভারি সন্তোষজিত রাজকুমার ও করিমগঞ্জ জেলা বিজেপির সাধারণ সম্পাদক দীলিপ রঞ্জন দাশ। প্রথমেই তাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়।
আরো পড়ুন হিন্দী ছবি “জো হাল দিল কা”-র পোস্টার রিলিজ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে
তারপর প্রারম্ভিক বক্তব্য পেশ করেন সভাপতি গোপী মোহন নাথ। প্রস্তাবনা পাঠ করেন ওবিসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি। প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন দীলিপ রঞ্জন দাশ, সন্তোষজিত রাজকুমার, ওবিসি মোর্চার জেলা কোষাধ্যক্ষ স্বপন নাথ। বিভিন্ন মন্ডলের কার্যসূচি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন বিভিন্ন মন্ডলের সভাপতিরা। এদিষ দুল্লভছড়ার অংশুমান পালকে সামাজিক ও প্রিন্ট মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত জেলা ওবিসি মোর্চার উপ-সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়। সভায় সংযোজনার ভূমিকায় ছিলেন ওবিসি মোর্চার নব নিযুক্ত জেলা উপ-সভাপতি অংশুমান পাল।
Discussion about this post