নিজস্ব সংবাদদাতা, কলকাতা: টালিগঞ্জ করুনাময়ী ঘাট রোডে মাইকেল মধুসূদন পার্ক ওয়েলফেয়ার কমিটির সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল। এবছরের পুজো রজত জয়ন্তী বর্ষ।উদ্বোধনে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী পুরাতনানন্দ , বোরো চেয়ারম্যান ১১৫ ওয়ার্ডের কাউন্সিলার রত্না সুর।পুজোয় এবারের থিম ‘আমাদের আঙিনা আদিবাসী ঘরণা’।
মাইকেল মধুসূদন পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদিকা প্রাণতি বিশ্বাস ও শ্রাবনী কর্মকার জানালেন,”আমরা আমাদের থিম করেছি আদিবাসী সমাজ ও দর্শনকে সামনে রেখে।এখানে মায়ের মূর্তির ধরণও আমাদের আদিবাসী সম্প্রদায়ের ভাবনা থেকে।” সভাপতি হারাধন দাস জানালেন,”আমরা পুজোর ২৫তম বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজকর্মও রাখছি।বেহালা ব্লাইন্ড স্কুলের ৫০জনকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়।” সহ সভাপতি বিপাশা সেন রায় বললেন,”পুজোয় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।পরিবেশন হবে রবি ঠাকুরের ‘চন্ডালিকা’।পরিবেশন হবে সঙ্গীত ও নৃত্য।”
ছবি- বিশ্বজিত সাহা

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post