নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বীজপুর থানার কাঁচড়াপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের গান্ধীমোড় সংলগ্ন মোতি বাজারে মঙ্গলবার সকাল ৮-৩০ মিনিট নাগাদ এক বড় মুদির দোকানে ভয়াবহ আগুন লাগে। আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আগেই, বাজারের লোকজন ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
তারপর দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই ওই দোকানে আগুন লেগেছে। দোকান মালিকের দাবি, আগুনে প্রায় দশ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে ।
Discussion about this post