কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: বুধবার,পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে। সবলা মেলা দ্বিতীয় বছরে পড়লো। উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা,পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন,কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, কাটোয়ার মহকুমাশাসক অর্চনা পিওয়াংখেড়ে,দক্ষিণবঙ্গের এস বি এস টি সির চেয়ারম্যান সুভাষ মন্ডল,সহ বিশিষ্টজনরা। এই মেলা দেখতে হাজির হয়েছিল জেলার বিভিন্ন ব্লকের মানুষেরা। এবার মেলায় ৭২টি স্টল রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিস সহ হস্তশিল্পেরদের তৈরি জিনিসপত্র মেলায় রয়েছে। মেলা উদ্যোক্তারা জানান গতবছরে সবলা মেলায় জিনিসপত্র ভালো বিক্রি ভালো হয়েছিল। মেলায় প্রতিদিন সাংগঠনিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা চলবে ৩রা জানুয়ারী পর্যন্ত।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post