নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- তোলা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। খড়দার পুরানী বাজারে রবিবার রাতের ঘটনা। দুষ্কৃতী তান্ডবের প্রতিবাদে সোমবার বাজার বনধের ডাক দিয়েছেন ব্যবসায়ী মহল। জানা গিয়েছে, রবিবার রাতে দলবল নিয়ে খড়দা বাজারে হানা দেয় স্থানীয় দুষ্কৃতী রাহুল মাহাতো। বেশ কয়েকটি দোকানে গিয়ে তোলা চায় রাহুল।
আরো পড়ুন Maa Flyover: মা উড়ালপুলে আগুন, অফিস টাইমে যানজটে ভোগান্তি নিত্যযাত্রীদের
কিন্তু তোলা দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ছয়-সাতজন ব্যবসায়ী। দুষ্কৃতী হামলার জেরে আতঙ্কিত ব্যবসায়ী মহল। আক্রান্ত দোকানদার মিলন হাজরা বলেন, পাশের দশকর্মার দোকানে বসেছিলাম। কয়েকজন এসে ওই দোকানদারের কাছে টাকা দাবি করে। প্রতিবাদ করলে তাকে মারধোর করা হয়। ওরা চলে যাবার সময় ডানদিকে কানের পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এদিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে খড়দা থানায় অভিযোগ জমা পড়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।
আরো পড়ুন Weather Update: প্রবল ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরবঙ্গ
Discussion about this post