নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- পূর্ব বর্ধমান জেলার,মেমারি বিধানসভার দলুইবাজার- ২ অঞ্চলে দিদির দূত সুরক্ষা কবজ প্রচারকার্যের কর্মসূচি শুরু হয় বিধায়কের আশীর্বাদ প্রার্থনার মাধ্যমে শনিবার ১৮ই মার্চ। এই প্রচারকার্যের প্রারম্ভে, দলের নেতাকর্মীরা আমাদের আচার-সংস্কৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে দলুই বাজার ২ পঞ্চায়েতের মামদোতলা বুড়োরাজ মন্দির পরিদর্শন করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য।
গ্রামীণ বাংলার রীতি-নীতি, সংস্কৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে এইরকম একটি কর্মসূচি দিয়ে গোটা প্রচারকার্য শুরু করা হয়।পরে দলুইবাজার ২ উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন বিধায়ক এবং কর্মসূচি অনুযায়ী একজন অঞ্চলবাসীর বাড়িতে দুপুরে মধ্যান্যভোজন ও দলুইবাজার ২ পঞ্চায়েত সদস্যদের নিয়ে আলোচনা সভা করা হয়। বিকালে জনসংযোগে বাড়ি বাড়ি ও সভা করা হয় পাল্লা বাজারে। সন্ধ্যায় কর্মীসভা করা হয় চাঁচাই গ্রামে এবং নৈশভোজ ও নিশিযাপন করা হয় চাঁচাই গ্রামেই। রবিবার সকালে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post