পৃথা মন্ডল: কথাতেই আছে “AGE JUST A NUMBER” বয়স কোনো বাঁধা নয়। চেষ্টা আর মনের জোর থাকলে সব সম্ভব। অনেকেই বলে যে মডেল হতে গেলে কম বয়সীদের মানায়। এইসব কথাকে উপেক্ষা করে 46 বছর বয়সে মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মডেল অরিন্দম ব্যানার্জী (Arindam Banerjee)। নিজের অদম্য জেদ আর ইচ্ছা শক্তিতে আজ অরিন্দম ব্যানার্জী (Arindam Banerjee) একজন মডেল হিসাবে পরিচিত।
LAW FARM এর চাকরি ছেড়ে অরিন্দম ব্যানার্জী (Arindam Banerjee) নিজের মনের ইচ্ছা স্বপ্নকে প্রাধান্য দিয়েছেন। আজ মডেলিং জগতে যারা নতুন তাদের কাছে এই অরিন্দম ব্যানার্জী (Arindam Banerjee) যেন রোল মডেল। আমরা আমাদের সাথে আজকে এই অরিন্দম ব্যানার্জীকে (Arindam Banerjee) পেয়েছি। অরিন্দম ব্যানার্জীর (Arindam Banerjee) মডেলিং প্রফেশন নিয়ে আজকে আমরা তার মুখ থেকেই শুনে নেব তার অভিজ্ঞতা ব্যাপারে। অরিন্দম দা সবার আগে আপনাকে 24×7 news Bengal এর টিমের তরফ থেকে অভিনন্দন।
1.কেমন আছেন?
উ:- খুব খুব ভালো আছি।
2. আপনার মডেলিং জগতে আসা কীভাবে?
উ:- আমার মডেল জগতে আসো খুবই হঠাৎ করে। সুদীপ্ত সাহা, ক্রুশ এম এবং রোহান ব্যানার্জি এদের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। তারপর একে একে ডিজাইনার শুট, ম্যাগাজিন শুট; র্যাম্প শো, ইংলিশ এন্ড বেঙ্গলি ক্যালেন্ডার শুট, অনন্যা ফটোশুট এইসব কাজ করেছি এবং এখনো কাজ চলছে আর ভবিষ্যতে চলবে। আমার মডেলিং জগতে আসাটা একটু অন্যরকম। বেশিরভাগ মানুষের কাছ থেকেই হয়তো শুনে থাকতে পারেন তারা প্রথমে মডেলিং করে তারপর অভিনয় জগতে আসে, কিন্তু আমার ব্যাপারটা একদম উল্টো অন্যরকম আমি আগে অভিনয় করেছি এবং তার পরে মডেলিং জগতে এসেছি।
3. ছোটবেলা থেকে কি ইচ্ছে ছিল মডেলিং করবে?
উ:- হ্যাঁ খুব ইচ্ছে ছিল কিন্তু কিছু কারণবশত সেটা গড়ে ওঠেনি অভিনয় জগতে আসা আমার ২০১৬ সালে কিন্তু ২০২০ শর্ট ফিল্ম ম্যাগাজিন ঋতুরঙ্গ দিয়ে আমার মডেলিং প্রফেশনের শুরু।
4. অভিনয় করার ইচ্ছা আছে?
উ:- হ্যাঁ অভিনয় তো করি। এবং আমি আগেও বললাম আমার অভিনয় দিয়েই এই জার্নি শুরু। কিন্তু আরো ভালোভাবে অভিনয় করার ইচ্ছা আছে কিন্তু সেটা আরো ভালো ওয়ার্কশপ করে আসার ইচ্ছা।
5. আপনার এই প্রফেশনে আসা প্রায় ছয় বছর এই ছয় বছরে কী কী কাজ করেছেন?
উ:- আমার বিশেষ প্রাপ্তি সৌরভ গাঙ্গুলী স্যারের বডি ডাবল হিসাবে আমি কাজ করতে পেরেছি সেখানে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। এছাড়াও বিভিন্ন ফটোশুট, ব্যানার শুট র্যাম্প ওয়ার্ক, অভিনয় ইত্যাদি আরও নানান কাজটা করেই থাকি।
6. ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চাও?
উ:- ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চাই সেটা বলা খুব মুশকিল। কিন্তু চেষ্টা করব আরো ভালো কাজ করার।
7. সামনে তো দুর্গাপূজা আসছে দুর্গাপুজো নিয়ে কি কি প্ল্যান আছে?
উ:- পূজায় কি করব এখন সেটা বলা খুব মুশকিল। প্রতিবছর চেষ্টা করি পথ শিশুদের জামা কাপড় দেওয়ার এই কাজটা এই বছরে চেষ্টা করব করার। আর মাঝ রাতে পুজোর সময় মা দুর্গার ফটো তুলতে বের হই। মোবাইল দিয়ে। এই আর কি এই ভাবেই চলে।
8. এত বছর হয়ে গেল এই প্রফেশনে আপনি আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করুন।
উ:- প্রায় ছয় বছর হয়ে গেল আমি অভিনয় মডেলিং প্রশাসনের মিলিয়ে আছি। এখানে নেগেটিভ ও পজেটিভ এক্সপেরিয়েন্স দুটোই আছে। তবে সবার কাছে যে রেসপেক্ট টা পেয়েছি বা পাচ্ছি সেটা আমি কখনোই আশা করিনি। আমার সমবয়সী সেরকম কোন বন্ধু নেই। আমার থেকে ছোট বা বয়সে বড় এরকম বন্ধু সংখ্যাই বেশি আমার কাছে। সবার কাছে যে ভালোবাসাটা পায় সেটাই আমার কাছে অনেক। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং সকলকে ভালোবাসা আমার পক্ষ থেকে। সবাইকে জানাই পুজোর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা সবার পূজো খুব ভালো কাটুক। এই কামনাই করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আনন্দে থাকুন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post