পৃথা পর্বত: মডেলিং শব্দটার সাথে আমরা কম বেশি সকলেই প্রায় পরিচিত। এখনকার সময়ে প্রায় বেশির ভাগ মেয়েদের বলা হোক বা ছেলেদের মডেলিং অ্যাক্টিং এর দিকে ঝোঁক বেশি। আজকে আমরা এমন একজন মানুষকে আমাদের সাথে পেয়েছি যার মডেলিং জগতের এক বছরের পূর্ণ হয়েছে। মডেল মৌসুমী ঘোষ, এই এক বছরে মডেল মৌসুমী তার কাজের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের 24X7 নিউজ বেঙ্গল এর থেকে মৌসুমিকে কয়েকটি প্রশ্ন আমরা জিজ্ঞাসা করেছিলাম সেই প্রশ্নের অকপট উত্তর দিয়েছেন মডেল মৌসুমী ঘোষ।
1. মৌসুমী তোমার এক বছরের মডেলিং প্রফেশনের অভিজ্ঞতা কেমন?
উ:- আমার এক বছরের কাজের অভিজ্ঞতা খুব ভালো। এই এক বছরে আমি অনেকের থেকে অনেক কিছু শিখেছি।
2. এখনো পর্যন্ত কি কি কাজ করেছো?
উ:- এই এক বছরে বেশ অনেকগুলো কাজ করেছি তার অভিজ্ঞতাও খুব সুন্দর আমার কাছে। আমি বেশ কয়েকটা ramp show তে participate করেছি, বেশ অনেকগুলো ফটোশুটও করেছি।
3. প্রথম যখন মডেলিং প্রফেশনে এসেছিলে ভয় করেছিল?
উ:- হ্যাঁ প্রথম প্রথম তো অনেক একটু ভয় লাগতই। ভাবতাম যা আমাকে বলা হচ্ছে আমি সেরকমভাবে কাজ করতে পারছি কিনা। তারপর এখন তো অভিজ্ঞতা একটু হলেও করতে পেরেছি এখন ভয় নয় বরং কাজটাকে ভালো লাগে।
4. তোমার মডেলিং প্রফেশনে আসার গল্পটা শেয়ার করো।
উ:- আমার মডেলিং প্রফেশনে আসল গল্পটা অনেকটাই বড় তাও একটু ছোট করে বলি। ছোটবেলা থেকেই আমার মডেলিং, অ্যাক্টিং করতে খুব ভালো লাগতো। বিভিন্ন ramp show হতো ফটোশুট হত আমি সেগুলো দেখতে ভীষণ ভালোবাসতাম। সেইসব মডেলদের দেখে ভাবতাম আমিও যদি এরকম পারফরম্যান্স করতে পারতাম কত ভালো হতো। Imazine করতাম নিজেকে ওই জায়গাটায়। আমার বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা আমি অনেক কাউকে বলেছিলাম একটা সুযোগ করিয়ে দাও। কিন্তু না এই স্বার্থপরের দুনিয়ায় কেউ কারোর নয়।
বেশিরভাগ মানুষজনের মুখেই শুনেছিলাম আমি পারবো না, আমার দ্বারা হবে না। কিন্তু সময় কখনো ছাড়ে না সময় একদিন সবার আসে আমারও এসেছিল সময়ের সাথে সুযোগ। ম্যাচিওর হওয়ার সাথে সাথে আমি নিজে একটা ব্যবসা শুরু করেছিলাম। সোশ্যাল মিডিয়ায় একদিন একটি অডিশনের ক্লিপ দেখতে পেলাম। কিন্তু এর আগেও অনেকবার অডিশনের ক্লিপ দেখার পরেও ফ্রড হওয়ার ভয়ে অডিশনে যায়নি। কিন্তু এবারে সাহস করে গিয়েছিলাম সেখানে অডিশন দিতে। একটু ভয় ভয় লাগছিল ঠিকই ওখানে গিয়ে সবকিছু জানলাম, বুঝলাম, শিখলাম তারপর থেকেই আমার মডেলিং প্রফেশনের কাজ শুরু।
5. In future আর কি কি কাজ আসতে চলেছে তোমার? এবং নিজেকে আরো কোথায় কোন জায়গায় তুমি দেখতে চাও?
উ:- In future কিছু ব্র্যান্ডস এর সাথে কাজ আসতে চলেছে। Opportunity পাচ্ছি এবং ভবিষ্যতে নিজেকে ব্র্যান্ড প্রফেশনাল মডেল হিসেবে দেখতে চাই এটাই আমার স্বপ্ন।
6. প্রথমবার কোন অডিশনে গিয়ে অভিজ্ঞতা কেমন হয়েছিল?
উ:- প্রথমবার একটা প্রোডাকশন হাউসের অডিশনে গিয়েছিলাম খুব ভয় হয়েছিল সেখানে গিয়ে এটাই শিখেছিলাম, বুঝেছিলাম নিজেকে আরও গ্রুমিং করতে হবে। আর বুঝলাম নিজের মধ্যে নিজের প্রফেশনালিজমটা বজায় রাখতে হবে।
আমাদের 24×7 নিউজ বেঙ্গলের তরফ থেকে মৌসুমী তোমাকে আমরা শুভকামনা জানাই। ভবিষ্যতে তুমি এই প্রফেশনে আরো সাফল্য পাও আরো এগিয়ে যাও খুব ভালো থেকো।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post