কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের জয়রামপুর ক্যানেল পারে গরু চড়াতে গিয়ে এক ব্যক্তি আম গাছে একটি মৃতদেহ ঝুলতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
আরো পড়ুন Exclusive Interview Shreelagna Bandyopadhyay: বড়োপর্দায় শ্রীলগ্না
পরিবার সূত্রে জানা যায় মন্তেশ্বর গ্ৰামের নবগোপাল সাহা মন্তেশ্বর কুসুম গ্রাম বি এল আর ও অফিসে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কাজে গিয়েছিল তারপর আর বাড়ি ফেরেনি, বহু খোঁজাখুঁজির পরও কোনো হদিস পায়নি পরিবারের মানুষজন। অবশেষে বৃহস্পতিবার পুলিশের কাছ থেকে খবর পায় এবং মৃতর মেয়ে মৃতদেহ শনাক্ত করেন। মৃত ব্যক্তির মেয়ে জানায় লকডাউনে কাজ হারিয়ে যাওয়ার জন্য মানসিক অবসাদে ভুগছিলেন বাবা।
আরো পড়ুন Charaibeti: ‘চরৈবেতি’ ছবির শুভমুক্তি
তাতেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে তার ধারণা ,বর্ধমানে একটি বেসরকারী চাল গদিতে কাজ করতেন লকডাউন এর সময় সেই কাজ হারিয়ে যায় , তার জন্য মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
Discussion about this post