নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নৈহাটি থানার হালিশহর কোনা মোড় সংলগ্ন জগন্নাথ ঘাটের ধারে বোমা বিস্ফোরণের ঘটনার এন আই এ তদন্তের দাবি করলেন সাংসদ অর্জুন সিং। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, ওখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরণ ঘটেছে। গোটা এলাকা কেঁপে গিয়েছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে এন আই এ তদন্তের জন্য।
আরো পড়ুন স্কুল-কলেজ খোলার দাবিতে বিক্ষোভ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের
প্রসঙ্গত, ঘটনার দিন রাতেই নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, বিট্টু ওখানে বোমা লুকিয়ে রেখেছিল। সেই বোমা ফেটেই এই ঘটনা। এপ্রসঙ্গে সাংসদের দাবি, বিট্টু একশো শতাংশ বিজপির লোক। বিট্টু ওখানে বোমা লুকিয়ে রাখল, পার্থ সেটা কিভাবে দেখলো। সাংসদের অভিযোগ, তদন্ত না করেই বিজেপির সক্রিয় কর্মী বিট্টু জয়সওয়ালকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। সাংসদের দাবি, অবিলম্বে বিট্টুকে ছেড়ে দিতে হবে। যারা বিট্টুকে মেরেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।
আরো পড়ুন বন্ধ হল কলকাতা পুরসভার পেনশন
Discussion about this post