নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- মঙ্গলবার দুপুরে ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জগদ্দল স্টেশন সংলগ্ন পূর্বাশা রেল কলোনি বাসিন্দা তিন কিশোর-সহ চারজন গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। বিপর্যয় মোকাবিলার খোঁজ চালিয়ে ওইদিন রাতেই ঘাট থেকে শম্ভু রাম ও সৌরভ প্রাসাদের মৃতদেহ উদ্ধার করেছিল। পরদিন সকালে ব্যারাকপুর দুই পয়সার ঘাটে খোঁজ মেলে জিতু চৌধুরীর। ওইদিন রাতে ওই ঘাট থেকেই পাওয়া যায় গৌতম প্রাসাদের মৃতদেহ। বুধবার মৃতদের পরিবার পিছু ব্যক্তিগতভাবে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।
কথামতো বৃহস্পতিবার সন্ধেয় মৃত চারজনের পরিবারের হাতে এক লক্ষ টাকা করে তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন সাংসদের সঙ্গে ছিলেন স্থানীয় পুরমাতা সীমা মন্ডল, ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা সত্যেন রায়, প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ, তৃণমূল নেতা পাপ্পু সিং, রাজকুমার যাদব প্রমুখ। প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে এদিন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক গঙ্গায় ডুবে মৃতদের পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post