নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- শনিবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। তাকে দিল্লিতে জরুরি তলব করা হয়েছে। এদিন রাতে তিনি পাট শিল্পের সমস্যা নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পিযুষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন।
পাটশিল্প বাঁচাতে তিনি বংলা-সহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও করেছেন। দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, জুটমিলের সমস্যা নিয়ে বস্ত্র মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। ওনি তাকে ডেকেছেন। রাতে ওনার সঙ্গে পাট শিল্পের সমস্যা নিয়ে বৈঠকে বসবেন।
আরো পড়ুন কেশব চন্দ্র সেন স্ট্রীটে এস জাস টেইলার্স এর কর্ণধার মোঃ শাকিল মহাশয় এর উদ্যোগে ইফতার পার্টি
Discussion about this post