নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- অনুব্রত মন্ডলকে জামিন দিতে হবে। এই মর্মে আসানসোল আদালতের বিচারককে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ওর জামিনের জন্য বিচারপতিকে ভয় দেখানো হচ্ছে। অনুব্রত যাতে জীবনে বাইরে বেরোতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। মঙ্গলবার সন্ধেয় ভাটপাড়ার কিশোর সংঘের মাঠে এক শ্রমিক সমাবেশে হাজির হয়ে মহম্মদ সেলিম।বলেন, মুকুল রায় জেলে যাওয়ার আগে পাগল সেজে রয়েছেন। জামিন নেওয়ার ওনার একটা বাহানা হতে পারে।
সেলিমের কটাক্ষ, জানতাম মহালয়ার দিন থেকে পুজো শুরু হয়। কিন্তু মমতা বললেন, পয়লা সেপ্টেম্বর থেকেই পুজো শুরু। সেলিমের সংযোজন, তৃণমূল দলটাই এখন পাগলা গারদ হয়ে গেছে। চোর, খুনি, লুটেরা, তোলাবাজ এখন তৃণমূলে। উল্লেখ্য, নতুন শিল্প, বেকারি দূরীকরণ, পাট শিল্প বাঁচানো, শ্রম কোড বাতিল-সহ একগুচ্ছ দাবিতে এদিন সিটুর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডাকে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছিল। এদিন শ্রমিক সমাবেশে মহম্মদ সেলিম ছাড়াও হাজির ছিলেন প্রাক্তন সাংসদ তড়িৎ তোপাদার, উত্তর ২৪ পরগনা জেলার সিটুর সভাপতি ও সম্পাদক যথাক্রমে নেপাল দেব ভট্টাচার্য ও গার্গী চ্যাটার্জি, সুভাষ মুখার্জি, সোমনাথ ভট্টাচার্য, নারায়ন রায়, অভি কর-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post