নিউজ ডেস্ক: বিশ্বে এই প্রথম কোনও নাকে স্প্রে করার টিকা ছাড়পত্র পেল। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে এই টিকার ছাড়পত্রের কথা ঘোষণা করা হয়। জানা গিয়েছে, এই ন্যাজাল ভ্যাকসিন তিন-চার মাসের মধ্যে রাশিয়ার সাধারণ মানুষদের জন্য এই টিকা পাওয়া যাবে।
আরো পড়ুন Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও হল না চিকিৎসা
গত বছরের অক্টোবর থেকে এই টিকার দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছিল। এই টিকা ইলেকট্রন বেরিয়ে বিরুদ্ধেও কার্যকরী বলে জানিয়েছে নির্মাতা সংস্থা ‘দ্য গামালেয়া ন্যাশনাল সেন্টার অফ এপিডেমিওলজি’। যেহেতু সূচ ফোটানো হবে না তাই এই টিকা অনেকেই নিতে আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন Sri Lanka: খাবার নেই, বিদ্যুৎ নেই, হাহাকার শ্রীলঙ্কায়!
এদিকে, ব্রিটেনে আরও একটি স্ট্রেনের সন্ধান মিলেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই স্ট্রেনের নাম ‘এক্সই’। বিশেষজ্ঞরা জানাচ্ছে এই ‘এক্সই’ ওমিক্রনের থেকেও সংক্রামক। এতদিন ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২-কে সবচেয়ে সংক্রামক বলে মনে করা হচ্ছিল। কিন্তু এটি নাকি তার থেকেও ১০ শতাংশ বেশি সংক্রামক।ফলে নতুন করে আশঙ্কা বাড়ছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post