দেবশ্রী মুখার্জী : লাবণ্য বিউটি ক্লিনিকের কর্ণধার বিউটিশিয়ান নিবেদিতা সরকার মেকআপে ন্যাচেরাল লুকের গুরুত্ব বোঝাতে জানান, ন্যাচেরল আই মেকআপের অন্যতম প্রধান অংশ হল আই মেকআপ।সুন্দর ও আকর্ষণীয় আই মেকআপ চোখের সৌন্দর্যকে করে তোলে দ্বিগুণ । ক্লিওপেট্রার সাজে এলিজাবেথ টেইলরের চোখের সাজ তো নিঃসন্দেহে মন কেড়েছে সকলের । চোখের পাতার বাইরেও টেনে আইলাইনার লাগানোর চলকে আরও জনপ্রিয় করেন অড্রে হেপবার্ন। থিমভিত্তিক সাজে এ স্টাইল খুবই জনপ্রিয়তা পায় তখন। কিন্তু বর্তমানে রোজকার জীবনে ন্যাচেরাল আই মেকআপ এর ডিমান্ড অনেক বেশি । একটা সুন্দর ন্যাচেরাল আই মেকআপ যেন পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে মুহূর্তের মধ্যে।আর মেকআপ লাভার-দের কিন্তু হেভি আই মেকআপ স্টাইল ছাড়াও ন্যাচেরাল আই মেকআপ স্টাইল সম্পর্কে জ্ঞাত হওয়া অত্যন্ত জরুরি।
একঘেয়ে হেভি মেক আপ লুক বার বার করার থেকে ভিন্ন ভিন্ন স্টাইল ট্রাই করলে, লুকে যেমন ভিন্নতা আসে তেমনি, ট্রেন্ডি-ও লাগে। আসলে, চোখের সাজ সুন্দর এবং পারফেক্ট-ভাবে করতে পারাটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। তাই আজকের দিনে হেভি ও গর্জিয়াস আই মেকআপের বদলে ছিমছাম ন্যাচেরাল আই মেকআপই যেন নজর কাড়ছে সবার। তিনি আরো জানান ,ন্যাচেরাল আই মেকআপ করার সহজ পদ্ধতি ন্যাচরাল আই মেকআপ এই ধরনের আই মেকআপ যা এভরিডে বেসিস-এ করা হয়। যেমন- অফিস, কলেজ, ইউনিভারসিটি ইত্যাদিতে রেগ্যুলার বেসিসে চটজলদি এই আই মেকআপ করা যায়। নিউট্রাল বা ন্যাচারাল ধরনের আই মেকআপ করলে ১-২ টি আইশ্যাডো-এর প্রয়োজন হয়। তাছাড়া আজকাল বিভিন্ন পার্টিতে অনেকেই ন্যাচেরাল আই মেকআপ করে অনায়াসে তাক লাগিয়ে দিচ্ছেন সকলকে। এই ধরনের আই মেকআপের একটা মজা হল দেখে মনে হয় প্রায় নো মেকআপ কিন্তু এর উপস্থিতি যেকোনো লুককে করে তোলে ইউনিক ও আকর্ষণীয়।
প্রথমে একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে পিচ, ব্রাউন, ডার্ক ব্রাউন, মভ ইত্যাদি কালার ক্রিজ-এ ব্লেন্ড করে নিতে হয়। অথবা কালার-টি পুরো আইলিড-এও লাগিয়ে নেওয়া যেতে পারে। চাইলে ক্রিজ-এর কালার-টি লোয়ার ল্যাশ লাইন-এও স্মাজ করে নেওয়া যেতে পারে এবং আইব্রো বোন, ইনার কর্নার হাইলাইট করা যেতে পারে। এরপর লাইনার আর মাশকারা লাগিয়ে নিলেই আপনার লুক কমপ্লিট।
মেকআপ – বিউটিশিয়ান নিবেদিতা সরকার ( লাবণ্য বিউটি ক্লিনিকের কর্ণধার)
ফোটোগ্রাফি – দীপা বর্মন
মডেল – অনুক্তা ঘোষাল।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post