নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর :- জগদ্দলের শ্যামনগর নতুনগ্রামে গৃহবধূকে হুমকি দিয়ে লাগাতার জানলা দিয়ে চিঠি ফেলা হচ্ছিল। রবিবার সকালে জানলা দিয়ে খাটের বিছানায় আগুন লাগিয়ে দেওয়া হয়। কিন্তু ঘটনায় কে বা কারা জড়িত, তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন সন্তু দাস ও তার স্ত্রী মৌমিতা দাস বসু।
আরো পড়ুন Weather Update: শক্তিশালী হচ্ছে ‘অশনি’ ঘূর্ণিঝড়, সকাল থেকেই দক্ষিণবঙ্গে দুর্যোগ শুরু
অভিযোগ, সোমবার সকালে বৃষ্টির মধ্যে প্ল্যাস্টিকে মোড়া চিঠি ফের মৌমিতা দেবীর ঘরে ফেলা হয়। প্রতিবেশী যুবক লিটন বসুকে চিঠি ফেলে পালাতে দেখেন মৌমিতা দেবীর জেঠিমা ও ভাইজি। এরপর এদিন বেলায় মৌমিতা দেবী লিটনের নামে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এদিন বিকেলে পুলিশ লিটনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। প্রসঙ্গত, হুমকি দিয়ে লেখা একাধিক চিঠি পাওয়ার পর গত ১৮ এপ্রিল দাস মৌমিতা দেবী জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
Discussion about this post