সুরশ্রী রায় চৌধুরী: নদিয়ার হাঁসখালিতে ১৪ বছর বয়সী কিশোরীর ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ করলেন ২০১২ সালে দিল্লি গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতার নির্ভয়ার মা আশা দেবী। ২০১২ সালে নির্ভয়ার ঘটনায় গোটা দেশ প্রতিবাদে সরব হয়েছিল, নির্ভয়া নির্মমভাবে গণধর্ষণ করা হয়েছিল। গোটা দেশেই এই ঘটনার প্রতিবাদে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছিলেন। তবে নির্ভয়াকে প্রাণে বাঁচানো যায়নি।
নদিয়া জেলার হাঁসখালিতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে বার্থ ডে পার্টিতে ডেকে নিয়ে এসে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেইদিন রাতেই নির্যাতিতা তরুণীর মৃত্যু হয়েছিল। তারপর থেকে গোটা বাংলা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছিল বিরোধীরা। সোমবার এক সরকারি অনুষ্ঠান থেকে হাঁসখালির ঘটনা নিয়ে মুখ খুলে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বলেছিলেন, “ওই মেয়টিকে ধর্ষণ করা হয়েছে না মেয়েটি প্রেগন্যান্ট ছিল তা আগে খতিয়ে দেখা দরকার।” মমতার এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। বিরোধীরা মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন, এমনকী সোশ্যাল মিডিয়াতেও মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দায় সরব হয়েছিল নেটিজেনরা।
আরো পড়ুন রামভক্ত সনাতনীরা বাংলায় সুরক্ষিত নন অভিযোগ শুভেন্দু অধিকারীর
গতকালই এক সরকারি অনুষ্ঠান থেকে হাঁসখালি প্রসঙ্গে মুখ খুলেছিলেন মমতা। মুখ্যমন্ত্রী মুখ খুলতেই তীব্র বিতর্ক দেখা দিয়েছিল। তিনি বলেছিলেন, “সংবাদমাধ্যমগুলি এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করছে। তারা দেখাচ্ছে ওই কিশোরী ধর্ষণের কারণে মারা গিয়েছেন। আপনার একে ধর্ষণ বলবেন? ওই মেয়েটি কী গর্ভবতী ছিল না কী এটা লাভ অ্যাফেয়ার্সের ঘটনা? তারা কি এটা তদন্ত করে দেখেছে? আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, তারা অভিযুক্তকে গ্রেফতার করেছে। আমাকে বলা হয়েছিল নির্যাতিতা কিশোরী ও অভিযুক্তের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।”
আরো পড়ুন উপনির্বাচনে উত্তপ্ত আসানসোল ভাঙচুর অগ্নিমিত্রার গাড়ি
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে নির্ভয়ার মা বলেন, “মমতা যদি নির্যাতিতাকে নিয়ে এমন মন্তব্য করেন তবে তাঁর মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই। একজন মহিলা হয়েও তিনি যদি এমন মন্তব্য করেন, তবে তিনি যে পদে রয়েছেন, তা তাঁকে মানায় না। এই মামলা যথাযথ তদন্ত হওয়া উচিৎ এবং দোষীদের শাস্তি দেওয়া উচিৎ। এই মন্তব্যে এই ধরনের অপরাধকে উৎসাহ দেবে। এমনকী নির্যাতিতার ওপরও এর মারাত্মক প্রভাব পড়বে। এই ধরনের রাজনীতিবিদরা শুধু ভোটব্যাঙ্কের কথাই ভাবেন।”

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post