সুরশ্রী রায় চৌধুরী: কাতার বিশ্বকাপের ফিফা ফ্যান ফেস্টিভ্যালে (FIFA Fan Festival) বলিউড গানের পারফর্ম করছিলেন নোরা। সেই নিয়েই খবরের শিরোনামে ছিলেন নোরা ফাতেহি (Nora Fatehi) । এবার ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়ে আবার ও খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বুধবার (৭ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে জান্নি ইনফান্তিনোর সঙ্গে একটি ছবি পোস্ট করেন নোরা।
ছবিটি শেয়ার করে নোরা জানান, পর্তুগাল বনাম উরুগুয়ের ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। এটিই নোরা ফাতেহির প্রথম স্টেডিয়ামে বসে ম্যাচ দেখা। নোরা ক্যাপশনে লেখেন, আমাকে পর্তুগাল বনাম উরুগুয়ের ম্যাচটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য জান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ।
ছবিতে নোরার সঙ্গে জান্নি ইনফান্তিনোর স্ত্রী লিনা আল আসকারকেও দেখা গেছে। ক্যাপশনে সে কথাও উল্লেখ করেন এই বলি সুন্দরী। তিনি লেখেন, আপনি এবং আপনার স্ত্রীর সঙ্গে দেখা করে দারুণ লেগেছে আমার। এটাই স্টেডিয়ামে বসে দেখা আমার প্রথম ফুটবল ম্যাচ। দারুণ একটি অভিজ্ঞতা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।