সুরশ্রী রায় চৌধুরী: দোহায় ফিফা ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করতে গিয়ে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল বলিউড অভিনেত্রী নোরা ফতেহির (Nora Fatehi) বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে তীব্র আক্রমণের স্বীকার হতে হয়েছে নোরাকে। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নোরার পারফর্ম করার কথা থাকলে ও ফিফা ফ্যান ফেস্টিভ্যালে (FIFA Fan Festival) পারফর্ম করেন নোরা। বলিউড গানের পারফর্ম করছিলেন নোরা।
আচমকা এক অনুরাগী, নোরার দিকে তিরঙ্গা ছুড়ে দেন। নোরা তা হাতে নিয়ে নেন। ভারতীয় দর্শকদের উদ্দেশে দেখানোর চেষ্টা করেন। কিন্তু পতাকা ক্রমাগত তাঁর জমকালো পোশাকে আটকে যেতে থাকে। ছাড়িয়ে নিয়ে নোরা যখন আবার তিরঙ্গা তুলে ধরেন, তা ছিল উলটো। অর্থাৎ সবুজ রং ছিল উপরে, নিচে গেরুয়া। এতেই শোরগোল পড়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নোরার ভিডিও। তাতে নানা মন্তব্য করা হয়েছে। কেউ তাঁকে জাতীয় পতাকার গুরুত্ব বুঝে তা ঠিক করে ধরার পরামর্শ দিয়েছে, কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, “আসলে তো মরক্কো থেকে আসা। ” একজন আবার প্রশ্ন তুলেছেন, কেন নোরা কাতারে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। কেউ কেউ নোরার এই কাজকে ‘চূড়ান্ত অপমান’ হিসেবে ব্যাখ্যা করেছেন। লিখেছেন, “এ তো জানেই না ভারতের পতাকা কীভাবে ধরতে হয়! আর মানুষের নাকি নোরা ফতেহিকে নিয়ে গর্বের শেষ নেই।”

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post