দেবশ্রী মুখার্জী : ১৪ই জুন উত্তর কলকাতা জেলা তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত হল কলকাতার উল্টোডাঙার বিধান গার্ডেনে ৷ পৌরপ্রতিনিধি ও উত্তর কলকাতা জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তি রঞ্জন কুন্ডুর নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে ১০০০ এর বেশি মানুষ ঐ দিন স্বেচ্ছায় রক্তদান করে ৷ এরপর মঞ্চে তুনমূল কংগ্রেসের নেতৃত্বদের উপস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় ৷
অনুষ্ঠানে রাজ্যের শাসক দলের রাজনৈতিক নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য , পশ্চিমবঙ্গ তৃনমূল রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সি , মন্ত্রী শশী পাঁজা ,সাংসদ মালা রায় , সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র, বিধায়ক স্বর্ণকমল সাহা , বিধায়ক বিবেক গুপ্তা , রাজ্য তৃনমূল কংগ্রেস জেনারেল সেক্রেটারী সঞ্জয় বক্সি, রাজ্য তৃনমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট সায়নী ঘোষ , রাজ্য তুনমূল প্রদেশ যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারী সৌম্য বক্সি, শ্রেয়া পান্ডে , MMIC স্বপন সমাদ্দার , কাউসিলার ইলোরা সাহা , মহেশ শর্মা ,শাচীন ত্রিপাঠী , বাগেশ মিশ্রা , সহ অন্যান্য নেতৃত্বরা ৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post