নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- সাময়িক বন্ধের নোটিশ জগদ্দলের এ আই চাপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন ইউনিটে। মিল বন্ধে কর্মহীন হয়ে পড়লেন ৬৫০ জন শ্রমিক। শনিবার বেলায় মিলের গেটে আচমকা সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রমিকরা। মিল খোলার দাবিতে কিছুক্ষন তারা মিলের গেটে বিক্ষোভ দেখায়।
আরো পড়ুন VLCC INSTITUTE কলকাতায় প্রথমবার পস্থেটিক মেকআপের ওয়ার্কসপ
সাময়িক বন্ধের নোটিশে মিল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, কিছুদিন ধরে শ্রমিকরা নিয়ম কানুন মানছে না। সিনিয়র ম্যানেজমেন্ট স্টাফদের ঘেরাও অনেক ঘন্টা আটকে রাখা হচ্ছে। যদিও শ্রমিকদের অভিযোগ, পাম্প খারাপ থাকায় জলের সমস্যা। জলের দাবিতে এদিন একঘন্টা অফিস ঘেরাও করা হয়েছিল। সেইজন্য মিল কর্তৃপক্ষ বন্ধের নোটিশ ঝুলিয়ে দিল।
Discussion about this post