তনুময় দেবনাথ : আসন্ন ঈদ উপলক্ষ্যে দিনহাটা থানার পক্ষ থেকে দিনহাটার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে সভা অনুষ্ঠিত হলো দিনহাটা থানায়। সাম্প্রদায়িক সম্প্রীতির পরম্পরা বজায় রাখার আহ্বান জানিয়ে দিনহাটা থানার আইসি সুরোজ থাপা ও দিনহাটার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে আলোচনা করেন। ঈদে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সামাজিক দূরত্ব মেনে ঈদ পালন করতে আজ রবিবার দিনহাটা থানার কনফারেন্স হলে বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। দিনহাটা থানার আইসি বলেন, ঈদের দিন এলাকায় যেন সাম্প্রদায়িক সম্প্রীতির পরম্পরা বিঘ্নিত না হয় তার জন্য প্রশাসন সদা জাগ্রত আছে।
আরো পড়ুন Mon2 Pilot: ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় মরশুম-এর রিভিউ
উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও মদনমোহন মুর্মু, দিনহাটা থানার আইসি সুরোজ থাপা, বার অ্যাসোসিয়েশনের সভাপতি তাহেরুল ইসলাম, মাসুদ হাসান, দেবাশীষ রায়, দীপক রায় প্রমুখ। এ দিনের এই সভায় আনন্দের উৎসব ইদের এই উৎসবকে শান্তিপূর্ণ ভাবে কাটাতে পুলিশ প্রশাসন ও উপস্থিত বিভিন্ন মসজিদের ইমামদের সাথে মত বিনিময় করা হয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়। দিনহাটা থানার পুলিশের উদ্যোগে এদিনের এই সভা ও ইফতার পার্টিতে অনেকেই বিভিন্ন বিষয় তুলে ধরেন।
আরো পড়ুন Raavan Bengali Film Review: ‘রাবণ’ ছবিটা কেমন হল, কতটা জমল এই ছবি? জেনে নিন
Discussion about this post