নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে,জাতি ধর্ম নির্বিশেষে ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়, পাশাপাশি ইফতার সামগ্রী প্রদান করা হয় রবিবার। বেশ কয়েকটি ব্লকে ১৫০ টিরও বেশি গ্রামে ১০০০ জনের মানুষের কাছে প্রতিনিধী দ্বারা নতুন বস্ত্র পৌঁছে দেওয়া হয় এইদিন। প্রাপকদের জনসম্মুখে এনে লজ্জা না দেওয়ার জন্য তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়, এমনটাই জানালেন ট্রাস্টের সহ-সম্পাদক শফিকুল ইসলাম।
এছাড়াও আয়োজিত মহৎ কর্মকান্ডে হাজির ছিলেন, সভাপতি বদরি আলম এবং হাজী আশরফ আলী সহ অন্যান্যরা। প্রত্যেক বছরই ঈদের প্রাক্কালে ট্রাস্ট এর পক্ষ থেকে নতুন বস্ত্র ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।২০১০ সালে ডিসেম্বর মাসে রহমান আল-আমিন মিশন ক্যাম্প তৈরি হয়।২০১৩ সালে এই ট্রাস্টের উৎপত্তি, তারপর থেকেই ট্রাস্ট এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গরিব মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করে। খণ্ডঘোষ ব্লক,রায়না, মাধবডিহি থানা, হুগলির কিছু জায়গায় এবং বাঁকুড়ার কিছু জায়গায় ইফতার সামগ্রী প্রদান করা হয় রবিবার। এই ট্রাস্ট হিন্দু এবং মুসলিম সবার জন্য কাজ করেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post