প্রীতম ভট্টাচার্য: লিওনার্দো দ্যা ভিঞ্চির জন্মদিন ও শুভ নববর্ষের ১৪২৯ কে রঙীন ক্যানভাসে স্বাগত জানাল কৃষ্ণনগর ঐক্যতানের অবতৈনিকের কচিকাঁচাদের দল। এবছর বিশ্বশিল্পকলাদিবসের থিম ছিলো যুদ্ধ নয়। অবীনিন্দ্রনাথ ঠাকুরের ১৫০ বছর , আজাদীকি অমৃৎ মহোৎসব ও বন্দে ভারত এই স্লোগান কে সামনে রেখে বিশ্বশিল্পকলা দিবস পালন করে কৃষ্ণনগর ঐক্যতান ও কৃষ্ণনগরে চারুকলার সাথে যুক্ত একদল শিল্পীরা।
কৃষ্ণনগর শহরে বিশ্বদরবারে পৌঁছে দিতে তাদের স্লোগান ছিলো বন্দে কৃষ্ণনগর। কৃষ্ণনগর শহরে প্রতিষ্ঠিত গুণিজনদের বহুমূর্তি তারা পরিষ্কার করেন। সাথে কৃষ্ণনগরের শিল্পকলার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে, রাস্তা আলপনা, ফেস পেন্টিং, ও ছোটো বাচ্চাদের নিয়ে একটি ১২০ ফুট ক্যানভাস রঙীন করে তোলেন। ক্যানভাসের ছবিটি রুপ দেওয়া হয় একদিকে প্রতিনিয়ত শিল্পী ও মানুষের সমাজে বেঁচে থাকার যুদ্ধ, মধ্যে অবীন্দ্রনাথ ঠাকুর রচিত শষ্যশ্যমলা ভারত মাতা শেষে শান্তির প্রতীক বুদ্ধ,সাথে ছোটোদের রঙীন আঁকিবুকি।
আরো পড়ুন মাতৃ ঋণ ও পিতৃ ঋণ সমুদ্রের থেকেও গভীর: শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী
সাথে অভিভাবক শিশুদের নান্দনিক রাস্তা আলপনা এক অালাদা রুপ নেয় নববর্ষের প্রাক্কালে। এই অভিনব অনুষ্ঠানটি হয় কৃষ্ণনগর শক্তিনগর শক্তিমন্দির প্রাঙ্গনে। শহরের মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
Discussion about this post