প্রীতম ভট্টাচার্য: গ্রেস কটেজ হল নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের একটি ঐতিহ্যমন্ডিত ভবন। ২০২৩ সালে সেখানে নজরুলজয়ন্তী বিশেষভাবে পালিত হল। ২৬ মে ২০২৩ কৃষ্ণনগরের গ্রেস কটেজে নজরুলের ১২৫তম জন্মদিবস উদযাপন করা হল। সংস্কারের পর নবরূপে সজ্জিত গ্রেস কটেজের শুভ দ্বারোদ্ঘাটন হয় এদিন। এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্টজন অংশগ্রহণ করেছিলেন। সকাল নটায় প্রতীকী পথপরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর নজরুল মূর্তিতে মাল্য নিবেদন করা হয়। নদিয়া জেলা পরিষদের সম্মাননীয় সভাধিপতি রিক্তা কুণ্ডু গ্রেস কটেজের অনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন ।
গ্রেস কটেজের বারান্দায় একটি বিশেষ প্রদর্শনীর দেখা মিলল। প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছিল ‘কৃষ্ণনগর ও নজরুল’। গ্রেস কটেজের পক্ষ থেকে এই প্রদর্শনীটি উপস্থাপন করেন তাদের অন্যতম সদস্য দীপাঞ্জন দে। মাননীয় পৌরপ্রধান রীতা দাস এদিন এই প্রদর্শনীটির উদ্বোধন করেন। প্রদর্শনীটির রূপকার দীপাঞ্জন দে বলেন, “কাজী নজরুল ইসলামের কৃষ্ণনগরে আগমন, গ্রেস কটেজে তাঁর সপরিবার বসবাস, গ্রেস কটেজে থাকাকালে নজরুলের সৃষ্টি সাহিত্য সম্পদ, কৃষ্ণনগরে তাঁর সুজনদের কথা — এসব কিছুই এই প্রদর্শনীটির মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।” এদিন সন্ধ্যায় নজরুলকে নিয়ে গ্রেস কটেজে একটি বিশেষ তথ্যচিত্র দেখানোর ব্যবস্থাও করা হয়েছিল

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post