নিউজ ডেস্ক: আগামী ২৩ মার্চ ভারতে লঞ্চ হবে ওপ্পো কে১০ ফোন (Oppo K10 Smartphone)। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে বলে শোনা গিয়েছে। তার সঙ্গে ফোনের ডিসপ্লেতে থাকতে পারে একটি হোল-পাঞ্চ ডিজাইন। দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো কে১০ ফোন (Oppo K10 Smartphone)। ভারতে ২৩ মার্চ দুপুর ১২টায় ওপ্পো কে১০ ফোন লঞ্চ হবে তা ওপ্পো সংস্থাই একটি ওয়েবপেজের মাধ্যমে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে। আপাতত সেই পেজ সরিয়ে দেওয়া হয়েছে। তবে সোশ্যাল মিডিয়া এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সাইটে এই ফোন লঞ্চের খবর ঘুরছে।
আরো পড়ুন The Kashmir Files: ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার জন্য অর্ধেক দিন ছুটির ঘোষণা!
শোনা যাচ্ছে, ভারতে ওপ্পো কে১০ ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যেই হবে। তবে এই ফোনের নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি। টিপস্টার যোগেশ বরার জানিয়েছেন, ভারতে ওপ্পো কে১০ ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে ওপ্পো সংস্থা এখনও তাদের আসন্ন এই স্মার্টফোনের দাম প্রসঙ্গে কিছু জানায়নি।
আরো পড়ুন পানিহাটিতে কাউন্সিলর খুনে ধৃত আরও এক, খুনের প্রতিবাদে মৌন মিছিল আগরপাড়ায়
ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের যেসব স্পেসিফিকেশন বলা হয়েছে সেখানে দেখা গিয়েছে যে ওপ্পো কে১০ ফোনে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন এবং একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও থাকতে পারে এই ফোনে। এছাড়াও ওপ্পো কে১০ ফোনে একটি টাইপ-সি ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ এমএম হেডফোন জ্যাক থাকতে পারে। ফাস্ট চার্জিং সাপোর্টও থাকার সম্ভাবনা রয়েছে ওপ্পো কে১০ ফোনে। দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো কে১০ ফোন। সেখানে গ্লসি এবং ম্যাট, দু’ধরনের ফিনিশই থাকবে। আর থাকতে পারে গ্লো ডিজাইন। মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ সিরিজের প্রসেসর থাকতে পারে ওপ্পো কে১০ ফোনে।
আরো পড়ুন Swasthya Sathi Card Scam : স্বাস্থ্য সাথি কার্ড নিয়ে জালিয়াতি !
সম্প্রতি ওপ্পো ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে যে ভারতে লঞ্চ হবে ওপ্পো কে১০। ফ্লিপকার্টেও ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি ওয়েবপেজ তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে ওপ্পো কে১০ ফোন লঞ্চ হয়েছিল মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ সিরিজের প্রসেসর নিয়ে। হয়তো এই প্রসেসর থাকতে পারে ওপ্পো কে১০ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টেও। তবে এই প্রসঙ্গে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post