নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ভাটপাড়ায় শাসকদলের দুই বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোষ্টার ঘিরে চাঞ্চল্য। রবিবার সকালে ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের সুন্দিয়া হাই স্কুলের সামনে মাঠের রেলিংয়ে পোষ্টার ঝুলতে দেখেন স্থানীয়রা। ওই পোষ্টারে ১০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মনোজ গুহ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সীমা মন্ডলকে দুর্নীতিগ্রস্ত ও তোলাবাজ আখ্যা দেওয়া হয়েছে।
আরো পড়ুন Balurghat: উড়বে বিমান, মঙ্গলবার বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে আসছে এয়ারপোর্ট অথরিটি
যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ মনোজ গুহ ও সীমা মন্ডল। তবে ভাটপাড়া-১তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষের দাবি, অস্তিত্ব রক্ষার্থে বিরোধী দলগুলো একত্রিত হয়ে এসব নোংরা কাজ করছে। তবে বিজেপি নেতা উমা শঙ্কর সিং বলেন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের জেরেই এই পোষ্টার। তবে সূত্র বলছে, পুর প্রশাসক গোপাল রাউত শিবিরের সঙ্গে দুই টাউন সভাপতি দেবজ্যোতি ঘোষ ও জিতেন্দ্র সাউ শিবিরের কোন্দল চরমে।
শুধু তাই নয়, ওই দুটি ওয়ার্ডে বামেদের অক্সিজেন জোগানোর অভিযোগ উঠেছে দেবজ্যোতি ও জিতেন্দ্র সাউ গোষ্ঠীর বিরুদ্ধে। অতীত বলছে, বাম জমানয় দেবজ্যোতি ঘোষকে বারংবার অপদস্ত হয়েছিল ১০ নম্বর ওয়ার্ডের লাল পার্টির নেতাদের হাতে। এখন তারাই দেবজ্যোতি ঘনিষ্ঠ হয়ে উঠেছেন বলে দাবি বিরোধী শিবিরের।
Discussion about this post