নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান : শনিবার ২৫৯ খন্ডঘোষ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি, মন্ডল কমিটি ও শক্তি কেন্দ্রের প্রমুখ এবং মোর্চার সভাপতিদের এবং এই বিধানসভায় বসবাসকারী রাজ্য ও জেলা নেতৃবৃন্দকে নিয়ে আগামী দিনে পঞ্চায়েতের ভোটের প্রস্তুতিতে একটি সংগঠনিক সভার আয়োজন করা হয়।
সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও বর্ধমান জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র। এছাড়াও ছিলেন, জেলা সহ সভাপতি সুশান্ত বিশ্বাস , খন্ডঘোষ বিধানসভা অবজারভার খোকন সেন, জেলা যুব মোর্চা সভাপতি পিন্টু সাম, জেলা মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা শম্পা মাথুর, রাজ্য আদিবাসী মোর্চা সম্পাদিকা শর্মিলা কিস্কু, জেলা কার্যকারি সদস্য হরেকৃষ্ণ মন্ডল , তরুণ পাকরে ও মৃত্যুঞ্জয় দাস।
এছাড়াও হাজির ছিলেন খন্ডঘোষ বিধানসভার ৫ টি মন্ডলের সভাপতি যথাক্রমে
১ (ক) নং সভাপতি রসরাজ পোদ্দার,
২ নং মন্ডল সভাপতি প্রসেনজিৎ দাস,
৩ নং মন্ডল সভাপতি তাপস মল্লিক,
৪ নং মন্ডল সভাপতি কৃষ্ণকান্ত হালদার,
৫ নং মন্ডল সভাপতি কৌশিক আস
আগামীদিনে প্রতিটি ক্ষতিগ্রস্ত বাড়িতে সাংসদ পৌঁছাবেন বলে জানান সাংসদ সৌমিত্র খাঁ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post