নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– “খুব শীঘ্রই পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের সম্পূর্ণ কিনারা হয়ে যাবে। কারন, কেসটি বর্তমানে খুব ভালো জায়গায় আছে। তবে কিছু গ্রেপ্তারি বাকি আছে, সেটাও আসতে আসতে করা হবে ।
আরো পড়ুন বাঙালির ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি দিনহাটায়
বৃহস্পতিবার নব নির্মিত কামারহাটি থানার উদ্বোধনে এসে তৃণমূল কাউন্সিলর খুনের তদন্ত প্রসঙ্গে এমনটাই বললেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা। এদিন দক্ষিণেশ্বরে নতুন থানার পাশাপাশি কামারহাটিতেও নতুন থানার উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, মহিলা দের নিরাপত্তা বাড়ানোর জন্য এবং মহিকদের সুরক্ষিত রাখার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ বাহিনী “উইনার” গঠন করা হয়েছে।
আরো পড়ুন সিবিআই তদন্তে সাহস পেলাম অভিযোগ করার এমনটাই জানালেন হাঁসখালি- কাণ্ডে ধর্ষিতার পরিবার
কোনও বড় মাপের উৎসব বা অনুষ্ঠানে মোতায়েন থাকবে বিশেষ মহিলা বাহিনী। ওদেরকে কাজের সুবিধার জন্য মোটর বাইক দেওয়া হবে। মোটর বাইকে এলেই ওরা কাজ শুরু করে দেবে। এদিন তিনি সিসিটিভি ক্যামেরার গুরুত্ব প্রসঙ্গে তিনি বললেন, গত এক বছরে অনেক বড় বড় অপরাধ ও রহস্যের সমাধান করতে সিসিটিভি ফুটেজ অনেক সাহায্য করেছে।
Discussion about this post