দেবশ্রী মুখার্জী: “হেমা মালিনী” পারমিতা মুন্সীর পরবর্তী সিনেমা। সদ্য শেষ হলো এই সিনেমার শুটিং। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, গীতিকার পারমিতা মুন্সী। অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, পাপিয়া রাও, কাঞ্চনা মৈত্র, পিয়ালী মুন্সী, ভাস্বর চ্যাটার্জী, ড: সুজয় বিশ্বাস, ইন্দ্রাণী ঘোষ, ঋতুপর্ণা দে…প্রমুখ। এই সিনেমার পোশাক পরিকল্পনা করেছেন অদিতি ভট্টাচার্য। শাড়ির ক্ষেত্রে ওয়ার্ডরোব স্টাইলিস্ট ছিলেন ঈপ্সিতা দাস সেন। ঈপ্সিতার নিজের শাড়ির সম্ভার নিয়ে যে প্রতিষ্ঠান, তার নাম ” ইপ্সিতা’স বুটিক”। বিভিন্ন রকমের রোজকার নিত্যপ্রয়োজনীয় শাড়ি থেকে বিয়ের বেনারসী, পার্টিওয়ারের অফুরান কালেকশন। সারাদেশ ঘুরে ঘুরে এইসব শাড়ি সংগ্রহ করে ঈপ্সিতা।
এই সিনেমায় মূলত কাঞ্চনা মৈত্রের শাড়ির ওয়ার্ডরোব স্টাইলিস্ট ছিলেন ঈপ্সিতা। পাশাপাশি ইন্দ্রাণী ঘোষের শাড়ির দায়িত্ব সামলেছেন। কাঞ্চনা মৈত্রের চরিত্র ছিল মফস্বল থেকে ট্রেনে করে কলকাতায় কাজ করতে আসা এক নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে, যে হোমিপ্যাথি চিকিৎসক ধর্মেন্দ্র দত্ত অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তীর সহকারী। রোজকার ব্যবহারে ট্রেনে বাসে যাতায়াতের জন্য পরিচালক পারমিতা মুন্সী ও কস্টিউম ডিজাইনার অদিতি ভট্টাচার্য ঠিক করেছেন লাইট ওয়েট বডি হাগিং প্রিন্টেট জর্জেট শাড়ি। তারজন্য অসামান্য সব প্রিন্টের শিফন জর্জেট শাড়ি বেছেছে ইপ্সিতা। ইন্দ্রাণী ঘোষ, যে কিনা একজন রেডিও জকির চরিত্র করেছেন, পরিচালক অনুমোদিতভাবে তারজন্য অতীব সুন্দর সব বেগমপুরি শাড়ি নির্বাচন করেছেন ঈপ্সিতা। আর ঋতুপর্ণা দে ওরফে বিউটি বৌদি, যে কিনা বস্তির এক দুষ্টু বৌদি, তার পোশাক হিসেবে ঈপ্সিতা দিয়েছে ফ্লোরাল প্রিন্ট উজ্জ্বল সব শিফনের শাড়ি। ইপ্সিতার কথায়- সে নিজের চেষ্টায় তিলে তিলে এই শাড়ির সম্ভার তৈরী করে, আজ একজন মহিলা অন্ত্রপ্রেনর। এরমধ্যে পেয়েছেন অনেক পুরস্কার স্বীকৃতি।
পারমিতা মুন্সীর পরিচালনায় কাজ করে খুব খুশী ঈপ্সিতা। সেই অর্থে সিনেমা জগতে সে নবীশ। কিন্তু পরিচালক তাকে হাতে ধরে কাজ শিখিয়েছেন। বুঝিয়েছেন চরিত্রের অবস্থান, মুড, মোস্টলি লোকেশনের কালার প্যালেট দেখে কীভাবে পোশাক নির্বাচন করতে হয় সিনেমায়। পারমিতা জানিয়েছেন ইপ্সিতার সঙ্গে কাজ করে সেও খুব খুশী। তার কথায় ঈপ্সিতা খুব বাধ্য মেয়ে ও অসম্ভব শেখার আগ্রহ। “হেমা মালিনী” সিনেমার হাত ধরে ঈপ্সিতা দাস সেনের সিনেমায় যাত্রাপথ সুগম হোক, পুরস্কারে ঝুলি ভরে উঠুক তার, এমনটাই আমরা চাই। মহিলা পরিচালক ও মহিলা কস্টিউম ডিজাইনারের হাতে হাত রেখে ওয়ার্ডরোব স্টাইলিস্ট হিসেবে ঈপ্সিতা দাস সেনের এই নতুন জার্নি, বাংলা সিনেমায় ওম্যান এম্পাওয়ারমেন্টের ধারাকে অব্যাহত রেখে দিক!

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post