দীপ দেব: আজ দুপুরে আম আদমি পার্টির কাছাড় জেলার অস্থায়ী কার্যালয়ে উক্ত পার্টির আসাম রাজ্যিক কমিটির কার্যকারী সম্পাদক তথা বরাক উপত্যকার সাংগটনিক ইনচার্জ সৌমিক সেনগুপ্ত ও কার্যকারী প্রভারী কার্তিক সরকারের উপস্থিতিতে সদ্য শিলচর পৌরনিগম ঘোষনা হওয়াতে আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচরের ৪২ টি ওয়ার্ডে আম আদমী পার্টির দলীয় প্রার্থী দেওয়া সহ শিলচর শহরের জলন্ত সমস্যা গুলিকে কিভাবে নিরসন করা যাবে,এইসব বিষয় নিয়ে দলীয় কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়।
কার্তিক সরকার বলেন,শিলচর শহর এই প্রথমবার পৌরনিগম ঘোষনা হয়েছে,সেই সঙ্গে আম আদমি পার্টির আগামী শিলচরের পৌরনিগম নির্বাচনের দলীয় প্রার্থীদের জয়যুক্ত করানো দায়িত্ব যেমন আছে ,তেমনি শিলচরবাসীর মৌলিক অধিকার গুলিকে পাইয়ে দেওয়ার বিশেষ ভাবে গুরুত্ব নিচ্ছে আম আদমি পার্টির সর্বস্তরের নেতা-কর্মীরা। সেই সঙ্গে কংগ্ৰেস-বিজেপি-এ আই ইউ ডিএফ দলের নেতা সহ শিক্ষিত বুদ্ধিজীবিরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আগামীতে তারা আমাদের আম আদমি পার্টিতে যোগদান করছেন।
আম আদমি পার্টি যেভাবে দিল্লী পৌরনিগম নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন,তার থেকে দ্বিগুণ জনসর্মথনে শিলচর পৌর নিগমের চেয়ারে আম আদমি পার্টি দখল করবেন এবং শিলচরবাসী জনগনের দীর্ঘদিনের সমস্যা গুলি নিরসন করতে সক্ষম হবে। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনর হুসেন , বাপ্পা রায়, পবন বাল্মিকী, ইমদাদূল হক, তাজ চৌধুরী, প্রসনজিৎ সিংহা, সুমন বাকতি, লিটন সরকার, সৌরভ হালদার সহ আম আদমি পার্টির কাছাড় জিলার নেতা-কর্মীরা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post