সুরশ্রী রায় চৌধুরী: যশ রাজ ফিল্মস প্রযোজিত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান (Pathaan) এই মুহুর্তে সব চেয়ে চর্চিত মুভি। ইতিমধ্যেই ‘বেশরম রঙ’এ ৬০ বছরের কিং খান’ (Shah Rukh Khan) ও দীপিকাকে (Deepika Padukone) দেখে চোখ ফেরানো দায়। বেশরম রঙ হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে তাদের ভক্তদের। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই ড্রামায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং খলনায়কের চরিত্রে জন আব্রাহাম। এ ছাড়া ও সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়াকে। এছাড়া এই সিনেমায় ‘টাইগার’ হিসেবে ক্যামিও রোলে দেখা দেবেন সলমন খানও।
তবে এই চরিত্রগুলির জন্য তাঁরা কত টাকা পারিশ্রমিক (Pathaan cast fees) নিয়েছেন, সেটা কি জানেন? যশ রাজ ফিল্মস প্রযোজিত এই স্পাই ড্রামার পরিচালক সিদ্ধার্থ। এর আগে ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। ‘পাঠান’ (Pathaan) এর টিজারেও দর্শকদের মুগ্ধ করেছেন পরিচালক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিদ্ধার্থ এই ছবি পরিচালনার জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। প্রায় এক দশক পর একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে সুপারহিট শাহরুখ (Shah Rukh Khan)-দীপিকা জুটিকে। ‘পাঠান’(Pathaan) এর টিজার এবং ‘বেশরম রঙ’এ তাঁদের কেমিস্ট্রি দেখার মতো। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দীপিকা (Deepika Padukone) এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
জন আব্রাহামকে ছবিতে দুর্দান্ত কিছি স্টান্টও পারফর্ম করতে দেখা যাবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জন এই ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। শাহরুখ খান (Shah Rukh Khan) এই ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই ছবির জন্য শাহরুখ (Shah Rukh Khan) নিজের চেহারায় পরিবর্তন এনেছেন তা দেখার মতো। ‘বেশরম রঙ’এ ‘কিং খান’ (Shah Rukh Khan) কে দেখে চোখ ফেরানো দায়। কিং খানের (Shah Rukh Khan) কিলার লুক ও স্টান্ট দেখার জন্যে 25 শে জানুয়ারি অবধি অপেক্ষায় দর্শক।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post