নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- করোনা আক্রান্ত রোগীকে ভর্তি করায় তীব্র আতঙ্ক ছড়ালো পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। মঙ্গলবার মাঝ-রাতে প্রসূতি বিভাগ এবং জেনারেল মহিলা ওয়ার্ডের রোগীরা হাতে স্যালাইনের বোতল নিয়ে বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কাছে একরাশ ক্ষোভও উগরে দিলেন।
রোগীদের অভিযোগ, মঙ্গলবার রাতে জরুরি বিভাগে দেখানোর পর, বরানগরের বাসিন্দা ৬৮ বছরের লক্ষ্মীনারায়ণ দাস কোভিড রোগীকে এখানে ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নোটিশ ছাড়াই করোনা আক্রান্তদের ভর্তি করা হচ্ছে। এপ্রসঙ্গে হাসপাতাল সুপার শুভদীপ ব্যানার্জির দাবি, প্রথমতলে ডাম্পিং রুম সাফাই করে কোভিড ওয়ার্ড করা হয়েছে। সেখানে ওই দুজন কোভিড রোগীকে স্থানান্তরিত করা হবে।
Discussion about this post