নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুরে রামনাথপুর গ্রামের একাদশ শ্রেণীর ছাত্রী সামিনা খাতুন। দীর্ঘদিন ধরে সে মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। এই মারণ রোগ নিয়েই নিজের অদম্য চেষ্টায় ,ওর স্কুল ও এলাকার মানুষ, প্রশাসনের সাহায্যে সে মাধ্যমিক পাশ করে বনবিবিতলা হাই স্কুল থেকে। সেই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় পি সি চন্দ্র জুয়েলার্স এ চিঠি লেখেন মেয়েটিকে আর্থিক সাহায্য করার জন্য।
তাঁর ডাকে সারা দিয়ে বিদ্যালয় কতৃপক্ষের কাছে চিঠি আসে সামিনাকে পি সি চন্দ্রের পক্ষ থেকে দুবছরের স্কলারশিপ হিসাবে ৭২ হাজার টাকা দেওয়া হবে। দুবছরের প্রতি মাসে তার একাউন্টে ৩ হাজর করে টাকা ঢুকবে। এই খুশির সংবাদের স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা ও খুব খুশী হয়। সামিনার পরিবারের হাতে সেই চিঠি তুলে দেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সারুখ আহমেদ মল্লিক। উপস্থিত ছিলেন অন্য দুই সদস্য উৎপল দাস ও রবিয়াল হক। এই সাহায্য সামিনাকে এগিয়ে যেতে সাহায্য করবে বলে জানান প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়। এরই সাথে তিনি পি সি চন্দ্র গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই অসহায় মেয়েটির পাশে দাঁড়াবার জন্য।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।