নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নেতাজী জন্মজয়ন্তীর দিন ভাটপাড়ার মানিকপীর চৌমাথায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক তারজা তুঙ্গে। ঘটনার দিন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী ছেড়ে সাংসদ অর্জুন সিংকে লড়াইয়ে নামার আবেদন করেছেন।
আরো পড়ুন তৃণমূলের গোষ্ঠী কোন্দলে টিটাগড়ে আক্রান্ত এক তৃণমূল কর্মী
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে জানালেন, দিনক্ষণ ঠিক করা হোক। তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন। এদিন বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূল নেতাদের কটাক্ষ করে বলেন, সিপিএম আমলে এরা কোথায় ছিল। তিনি সভায় না আসা পর্যন্ত মিটিং শুরুই হত না। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, ভোটের আগে ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্যই সাংসদ গন্ডগোল পাকিয়েছেন। তবে ভাটপাড়ার মানুষ এখন ওনার গুন্ডামিতে ভয় পায় না।
আরো পড়ুন রবির কিরণে সৌমিতা সাহার ক্যানভাসে উজ্জ্বল দেশনায়ক দিবস
Discussion about this post