সুরভিতা রায়: পাচার হওয়ার আগেই বাজেয়াপ্ত হল ব্যাগভর্তি ফেনসিডিল। সেই সঙ্গে দুই ফেনসিডিল পাচারকারী কে গ্রেফতার করল মালদহ মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে ফেনসিডিল পাচার এর খবর পেয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মানিকচকের শেখপুরা মোড় এলাকা থেকে দুই পাচারকারী কে পাকড়াও করে পুলিশ।
আরো পড়ুন ভাটপাড়া পুরসভার উদ্যোগে শুক্রবার শুভ সূচনা হল ‘ মা ক্যান্টিনে’র
পুলিশের তরফ থেকে জানা গেছে ধৃত দের নাম হল শেখ ইমাম ও আমিরুজ্জামান । দুজনই শেখপুরা এলাকার বাসিন্দা । ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে ব্যাগভর্তি ৬৬বোতল ফেনসিডিল। শুক্রবার ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মালদহ আদালতে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। এই মাদকচক্রে কারা জড়িত তা খতিয়ে দেখছে প্রশাসন।
আরো পড়ুন Madan Mitra: ফেসবুক থেকে আগামী ৩০ জুন পর্যন্ত অবসর নিলেন মদন মিত্র
Discussion about this post