দেবশ্রী মুখার্জী : ক্রশ ফ্যাশান ওয়ার্ল্ড কখনো অভিনেতা-অভিনেত্রী, কখনো নামী – নন মডেলদের নিয়েও কাজ করে থাকে। সম্প্রতি ক্রশ ফ্যাশান ওয়ার্ল্ডের কর্ণধার ক্রুশ অক্ষয় তৃতীয়া উপলক্ষে এ ডি স্টুডিওতে রাইকিশোরী ব্র্যান্ডের নতুন কালেকশন বাংলার ঐতিহ্য গামছা দিয়ে নকশা করা পোশাকে অভিনেত্রী রেশমা মন্ডল ( যাকে আমরা টিভির পর্দায় আদরের বোন সিরিয়ালে দেখেছি) ও টেলিভিশন ও ফিল্ম জগতের অভিনেতা সুবান রায়ের সাথে ফটোশুট করলেন।
ক্রুশ জানান, রাইকিশোরী ব্র্যান্ডের সাথে তিনি আগেও কাজ করেছেন এবং আগামী দিনেও কাজ করবেন। রাইকিশোরী ব্র্যান্ডের কর্ণধার শ্যামসুন্দর বসু জানান, ক্রুশের সাথে সম্পর্ক তার দীর্ঘদিনের এবং ক্রুশ ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে কাজ করে তিনি খুশি। এই ফটোশুটে মেক- আপে সহযোগিতা করেছেন সানি রায় ও মডেলদের ক্যামেরাবন্দি করেছেন রিভিভার রাহুল।
Discussion about this post