দেবশ্রী মুখার্জী : মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে কলকাতা রবীন্দ্র সদনে তথ্য ও সংস্কৃতি বিভাগ রাজ্য চারুকলা পর্ষদ আয়োজিত পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২২ গত ২২ শে নভেম্বর থেকে শুরু হয়। আগামী ২৮ শে নভেম্বর পর্যন্ত চলবেএই উৎসব। চারুকলা চিত্র মেলায় নন্দন প্রাঙ্গনে প্রখ্যাত বিশিষ্ট শিল্পীদের শিল্পকলা প্রদর্শনের সাথে সল্টলেক সৃজন গ্রুপ অফ কন্টেমপরারি আর্টিস্টদের কিছু প্রসিদ্ধ ছবি দেখতে পাওয়া যায়।
গ্রুপটি প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে বিশিষ্ট চিত্রশিল্পী সুনীল দাস (পদ্মশ্রী)উদ্যোগে ও দেবব্রত চক্রবর্তী চিত্র সমালোচক ও বিশিষ্ট চিত্রশিল্পীর বিশেষ সহযোগিতায়। চিত্র মেলায় এই গ্রুপের যে সমস্ত শিল্পীদের ছবি চিত্র প্রেমীদের নজরকারে তারা হলেন ,শিল্পী সুব্রত ঘোষ, শিল্পী শ্রীকুমার মিশ্র, শিল্পী অতনু হাজরা, শিল্পী প্রবীর হালদার ও শিল্পী অভিজিৎ দত্ত চৌধুরী। চিত্রপ্রেমীরা এই ছবিগুলির ভুয়সী প্রশংসা করেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post